আটককৃতরা হলেন জেলা শহরের ফকিরপাড়ার খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন (৩২), সাদুল্ল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের রকিবুল প্রধানের ছেলে রতন প্রধান (২৮) ও পলাশবাড়ি উপজেলার গোয়াল পাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন মিয়া (৩০)।
এ সময় তাদের কাছে থাকা একটি ছোট ব্যাগ তল্লাশি করে ৪৬১ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধা অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, শহরের ফকিরপাড়ার সিরাজুল ইসলাম লিখনের বাড়িতে প্রতিদিন নেশার আসরসহ মাদক বেচা-কেনা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
]]>