জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী দিনের প্রথম খেলায় ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাব ৫৩ রানে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাবকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়। প্রথম ব্যাট করেতে নেমে ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাব দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ১০৪ রান করে।
দিনের দ্বিতীয় খেলায় রংপুরের ইয়ং ক্রিকেট একাডেমি ২ উইকেটে বগুড়ার টিএসআর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে বগুড়ার টিএসআর ক্রিকেট একাডেমি প্রথম ব্যাট করেতে নেমে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে রংপুরের ইয়ং ক্রিকেট একাডেমি ১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে মোট ১০০ রান করে।
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেটে ‘দুই বল’ এর নিয়ম চালু করার কথা ভাবছে আইসিসি
আয়োজকরা জানান, জেলার খেলাধুলার মানোন্নয়নে ও ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ঢাকা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, জামালপুর এবং স্বাগতিক গাইবান্ধার ২টিসহ মোট ১৬টি দল অংশ এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। বিভিন্ন পর্বের খেলা শেষে আগামী ২০ এপ্রিল এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক এ. কে. এম. হেদায়েতুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, ক্রীড়া সংস্থার সদস্য মনির হোসেন, ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, আহসানুল কবির রুদ্র প্রমুখ।