বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সাঘাটা উপজেলার কামালপাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কামালের পাড়ার মৃত সাহেব আলীর ছেলে আফজাল হোসেন (৬০), তার ভাই একরামুল হোসনের ছেলে মোশারফ হোসেন ( ২৬) ও মকবুল হোসনের ছেলে মিলন (৩০)।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির টিনের ঘরের উপর থেকে বাঁশ ঝাড়ের ময়লা পরিষ্কার করছিলেন মিলন মিয়া।
আরও পড়ুন: সরিষাবাড়িতে বিদ্যুৎপৃষ্টে দাদা-নাতির মৃত্যু
এ সময় বাড়ির বৈদ্যুতিক তার থেকে টিনের চালে বিদ্যুতায়িত হয়ে সেখানে আটকে যান তিনি। তাকে বাঁচাতে গেলে তার চাচা আফজাল ও চাচাতো ভাই মোশাররফ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন।
গুরুতর অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: স্পিকারে গান বাজানোর সময় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
সাঘাটার কামালের পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য খাজা মিয়া বলেন, খুবই মর্মান্তিক একটি ঘটনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া এসেছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মৃত্যুর ঘটনায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
]]>