মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী ও যুবক নিহত
তিনি বলেন, ‘রংপুর থেকে ঢাকাগামী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে একটি অটোরিকশা ধাক্কা লাগে। এ সময় অটোরিকশা যাত্রী মুঞ্জুর আলী ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলেই তিনি মারা যান জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
]]>