গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কিশোরের

১ সপ্তাহে আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে শাওন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) বিকালে উপজেলার বর্ধনকুঠি সরোবর ‍পুকুরে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম পানি ডুবে শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত শাওন গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনার পাড়া এলাকার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে।

 

আরও পড়ুন: খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

 

স্থানীয়রা জানান, সবার অজান্তে শাওন মিয়া তার ভাইয়ের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।  এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শাওনের মা খালেদা জানান, সরোবর পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায়। আজ আমার ছেলে গোসল করতে গিয়ে সেই গর্তের পানিতে ডুবে মারা গেছে। আমি এর বিচার চাই।

]]>
সম্পূর্ণ পড়ুন