গাইবান্ধায় নানা বাড়িতে গিয়ে প্রাণ গেল শিশুর

১ সপ্তাহে আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে নদীর পানিতে পড়ে আকলিমা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামারবাগচি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত আকলিমা খাতুন সাদুল্লাপুরের জামালাপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের ময়নুল হকের মেয়ে।


স্বজনরা জানান, আকলিমা খাতুন তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আকলিমা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের ঘাঘট নদীতে তাকে ভাসতে দেখে স্থানীয়রা। তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.আর.এম মাহফুজার রহমান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন