মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব ঝিনিয়া গ্রামে নির্যাতনের শিকার হয় শিশুটি।
পরদিন সোমবার মামলা হলে পরে রাতেই তাকে গ্রেফতার করা হয়।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যায় শিশুটি বাড়ির বাহিরে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় মানসিকভাবে বিকৃত রঞ্জু কসাই শিশুটিকে ১০ টাকা দিয়ে বানরের খেলা দেখানোর কথা বলে শিশুটিকে পাশের জনৈক সিদ্দিক পিওনের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় রঞ্জু কসাই। এ সময় শিশুটি চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শিশুটিকে ছেড়ে দিয়ে রঞ্জু কসাই পালিয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
এ ঘটনায় পরদিন সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শিশুটির দাদী রোজিনা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সবজিবাজার এলাকা থেকে রঞ্জুকে গ্রেফতার করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেফতার রঞ্জু কসাই মানসিকভাবে বিকৃত। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।