ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের বাছাই করে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গাইবান্ধা আদর্শ কলেজ মাঠে তাদের মাঝে এ উপহার বিতরণ করে।
গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হেদায়েতুল ইসলাম শিশুদের মাঝে এসব উপহারের জামা কাপড় বিতরণের উদ্বোধন করেন।
আরও পড়ুন: ঈদে নতুন পোশাক পেলো ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা
উদ্বোধনের পর সারি সারি সাজানো কাপড় থেকে শিশুরা তাদের পছন্দমতো কাপড় বেছে নেন। নতুন জামা কাপড় বিতরণের শেষে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবার নিয়ে আয়োজন করা হয় ইফতারের। নতুন জামা কাপড় পেয়ে হাসি ফুটে শিশুদের মুখে।
শহরের স্টেশন এলাকার বাসিন্দা সাহেরা খাতুন বলেন, ‘দুদিন পর ঈদ টাকার অভাবে মেয়ের জামা কিনতে পারিনি আজ জামা পেলাম। এখানে কাপড় না পেলে কিনতে পারতাম না। পুরনো কাপড়ে ঈদ করতে হতো।’
আরও পড়ুন: ঈদ পোশাক পেয়ে আনন্দে মাতল অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু
বিআইও ফাউন্ডেশনের সভাপতি জিহাদ আকন্দ জানান, অর্থ অভাবে ঈদের জামা কাপড় নেই, এমন পরিবার বাছাই করে এসব পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ও তাদের পরিবারসহ একসঙ্গে ইফতার করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এ সংগঠনটি ২০২০ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক কাজ করে আসছে।