নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপর ইউনিয়নের সুন্দইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, নিহত মোরশেদা বেগম অটোভ্যান যোগে তার স্বামীসহ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ আসার পথে হাওয়াখানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অজ্ঞাতনামা ট্রাক্টরের সঙ্গে স্বজরে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে পড়ে গিয়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত, কিশোর আহত
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।