বুধবার (২৭ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় অটোভ্যানের চালকসহ নিহত ২
নিহত সামছুল ইসলাম উপজেলার সাপমারা গ্রামের আবু বক্করের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থেকে কামদিয়া যাওয়ার পথে একটি চালবোঝাই ট্রাক সাপমারা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে সামছুল ইসলাম তার সাইকেল নিয়ে আসছিলেন। এ সময় সাইকেলের পেছনে থাকা একটি শিশু হঠাৎ লাফ দিয়ে নেমে গেলে সাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। তখন সামছুল ইসলাম ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
]]>