গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

৩ সপ্তাহ আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি বরাদ্দের চাল আত্মসাতের উদ্দেশ্যে দীর্ঘদিন গুদামজাত করণ ও যথা সময়ে বিতরণ না করার অপরাধে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সোমবার (২১ এপ্রিল) কাপাসিয়া ইউনিয়ন পরিষদ থেকে এ তথ্য জানা যায়।


এর আগে রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই চেয়ারম্যানকে এ সাময়িক বরখাস্ত করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়- বন্যার্ত মানুষের মাঝে উপ-বরাদ্দকৃত ৩ মেট্রিকটন চাল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে আত্মসাতের উদ্দেশে দীর্ঘদিন গুদামজাতকরণ এবং যথাসময়ে বিতরণ না করে সরকারি কাজে অবহেলা করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করছিলেন জেলা প্রশাসক।


আরও পড়ুন: মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যান গ্রেফতার


এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজু মিয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায়  স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে উল্লিখিত চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
 

]]>
সম্পূর্ণ পড়ুন