শুক্রবার (২ মে) রংপুর র্যাব-১৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মোহা. জয়নুল আবেদীন।
এর আগে বৃহস্পতিবার (১ মে) রাতে গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন, গাইবান্ধা সদরের মৃত খলিল মিয়ার ছেলে কবির আলম (৪০), আসলাম মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), সাদুল্লাপুর উপজেলার আনিছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম ওরফে বাবু (৪০) এবং মোসলেম উদ্দিন মণ্ডলের ছেলে রাশেদ মণ্ডল (৪২)।
আরও পড়ুন: কৃষকদল-যুবলীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
অধিনায়ক জয়নুল আবেদীন জানান, গত ২৫ এপ্রিল আনিছুর রহমান ওরফে ঠান্ডা মিয়াকে ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন পিডিবি নেসকো-১ অফিসের গেটের পাশে ফেলে রেখে তার অটোরিকশাটি (মিশুক) ছিনতাই করে নিয়ে যায়। আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেদিন সকাল ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-১৩ এর একাধিক টিম ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চারজনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ছিনতাই হওয়া অটোরিকশাটি রাশেদ মণ্ডলের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আগেও চুরি, ছিনতাই, দস্যুতা ও মাদকের একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, এ মামলায় এর আগেই ২৭ এপ্রিল প্রধান অভিযুক্ত আরিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছিল।
]]>