সোমবার (৩১ মার্চ ) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সড়ক ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক সুদীপ্ত শাহীন জানান, দিনাজপুর থেকে প্রথমে বাসে, পরে ঘোড়াঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে গাইবান্ধা আসছিলেন দিনাজপুরের ৫ ব্যক্তি। পথে সড়ক ভবন এলাকায় এলে অপরদিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকার ও অটোরিকশা।
আরও পড়ুন: ঢাকা-বগুড়া মহাসড়কে ঝরল বাবা-মেয়েসহ ৩ জনের প্রাণ
এতে প্রাইভেটকারের চালক ও অটোরিকশায় থাকা ৫ ব্যক্তি আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করলে অটোরিকশার ৪ যাত্রীর অবস্থা গুরুতর হয়। গুরুতর আহতরা হলেন আসিফ (২৫), আতিক (৩০), ওমর (২৮) ও নাবিল (২৬)।
আহত ৫ জন দিনাজপুর সদরের উপশহরের বাসিন্দা। ঈদের দাওয়াতে তারা গাইবান্ধা শহরের সরকারপাড়ায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভ জানান, আহত ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের প্রত্যকের শরীরে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।