গাইবান্ধা নাগরিক মঞ্চের আয়োজনে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১ টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাইবান্ধা নাগরিক মঞ্চের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তনু প্রমুখ।
আরও পড়ুন: ক্ষতিপূরণ চাওয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ, বিক্ষোভ-মানববন্ধন
বক্তারা মানববন্ধনে অভিযোগ করেন, চিকিৎসক, নার্স ও অবকাঠামো সংকটে সদর হাসপাতালটি চিকিৎসার অনুপযুক্ত হয়ে পড়েছে। অর্ধেকের কম জনবল দিয়ে কোনো রকমে চলছে হাসপাতালটি। সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
দ্রুত হাসপাতালটিতে সুচিকিৎসার ব্যবস্থাসহ পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও ওষুধ সরবরাহের দাবি করেন তারা।