গাইবান্ধা সদর হাসপাতালে সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন

১ সপ্তাহে আগে
গাইবান্ধা সদর হাসপাতালের সব দুর্নীতি বন্ধ, পর্যাপ্ত চিকিৎসক, নার্স নিয়োগসহ সু-চিকিৎসার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ।

‎গাইবান্ধা নাগরিক মঞ্চের আয়োজনে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১ টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন, গাইবান্ধা  নাগরিক মঞ্চের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তনু প্রমুখ।

আরও পড়ুন: ক্ষতিপূরণ চাওয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ, বিক্ষোভ-মানববন্ধন

‎বক্তারা মানববন্ধনে অভিযোগ করেন,  চিকিৎসক, নার্স ও অবকাঠামো সংকটে সদর হাসপাতালটি চিকিৎসার অনুপযুক্ত হয়ে পড়েছে। অর্ধেকের কম জনবল দিয়ে কোনো রকমে চলছে হাসপাতালটি। সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।

‎দ্রুত হাসপাতালটিতে সুচিকিৎসার ব্যবস্থাসহ পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও ওষুধ সরবরাহের দাবি করেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন