গাংনীতে ধান আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

১ সপ্তাহে আগে
মেহেরপুরের গাংনীর পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে নারীর মৃত্যু ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়ামুদ্দিনের স্ত্রী রিতা খাতুন। আহত নারী সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন। ‌


স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠ থেকে বোরো ধান কেটে গাড়িতে করে বাড়ি আনা হচ্ছিল। রিতা খাতুন ওই গাড়ির পিছে পিছে বাড়ি আসছিলেন। এ সময় ‌বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

একই সময়ে সাহারবাটি গ্রামের বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন বাড়ির টিউবওয়েলে পানি তুলতে গিয়েছিলেন। ‌ বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়ায় পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম।


রিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম।  

]]>
সম্পূর্ণ পড়ুন