গা ছমছমে কিন্তু রোমান্টিক এই ছবির নাম ‘থামা’। ভ্যাম্পায়ার থিমে তৈরি এই রোমান্টিক কমেডির শুটিং জমজমাটভাবে চলছে উটি-র ঘন জঙ্গলে।
নতুন এই সিনেমাতেই জীবনের অন্য স্বাদের রোম্যান্সে মেতে উঠেছেন আয়ুষ্মান খুরানা আর রাশমিকা মান্দানা। একদিকে প্রেম, অন্যদিকে অন্ধকার অতীতের ছায়া—সব মিলিয়ে এক অন্যরকম ভালোবাসার গল্প বলবে এই ছবি।
পরিচালক আদিত্য সারপোটদার পরিচালিত এই সিনেমার শেষ দফার শুটিং হয়েছে উটির ডোডাবেট্টা পিক আর নীলগিরির গভীর জঙ্গলে। এই দফায় শুধু রোমান্টিক মুহূর্ত নয়, বরং ছবির ক্লাইম্যাক্স ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দৃশ্যেরও শুটিংও রয়েছে।
আর ঠিক এই পর্বেই কাহিনিতে প্রবেশ করতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি—এক রক্তচোষা ভ্যাম্পায়ার চরিত্রে! তার চরিত্রের উৎপত্তি, ভয়াল অতীত আর এক বিস্মৃত অভিশাপের সূত্র ধরেই সামনে আসবে ছবির গল্পের প্রকৃত মোড়।
আরও পড়ুন: ভালোবাসবো, আক্রমণও করবো: আরিয়ান খান
সিনেমায় মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে। গল্পে আয়ুষ্মানের নাম 'অলোক'। আলো-আঁধারিতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য। অন্যদিকে, রাশমিকার নাম 'তারকা'। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরালেন নায়িকা।
নওয়াজউদ্দিন সিদ্দিকীর চরিত্রের নাম হল 'যক্ষসান'। ভয়াবহ অবতারে দেখা মিলল অভিনেতার। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে 'রাম গোপাল বাজাজ'-এর চরিত্রে। গল্পে এই চরিত্রের আঁচ ঠিক পাওয়া না গেলেও, প্রথম লুকে পরেশ রাওয়ালের চোখমুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ।
আরও পড়ুন: যে নায়িকার কারণে ১৮ বছর কথা বলেননি রামচরণ ও আল্লু অর্জুন
সোমবার (১৮ আগস্ট) প্রযোজনা সংস্থার পক্ষ থেকে চরিত্রদের প্রথম ঝলক সামনে আসতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এই ছবি ঘিরে আগ্রহ যেন আরও বেড়ে গেছে সিনেপ্রেমীদের মাঝে।