গত সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোররাত ৩:২৫ মিনিটে ব্রাজিলের পিয়াউই রাজ্যের আলতোস পৌর এলাকার একটি মহাসড়কে গরুর সঙ্গে ধাক্কা খায় ইলানোর বাইক। তার কিছুক্ষণ পরই মারা যান ইলানো। সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিআর-৩৪৩ মহাসড়কে মাঝখান দিয়ে চারটি গরু ও একটি বাছুর হেঁটে যাচ্ছিল। কিন্তু বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে গরু খেয়াল করেননি তিনি। একটি গরুর সঙ্গে তার বাইক সজোরে ধাক্কা লাগে।
আরও পড়ুন: মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়ে খুশি মেসি
ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যান ইলানো। গরুটিও তার পায়ে গুরুতর আঘাত পায় এবং উঠে দাঁড়ানোর পর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যে দুজন ব্যক্তি ছুটে যান ঘটনাস্থলে। তখন তারা বুঝতে পারেন যে, ইলানোর দেহে হয়তো আর প্রাণ নেই।
এমন সড়ক দুর্ঘটায় ইলানোর মৃত্যুকে অস্বাভাবিক ও অত্যন্ত দুঃখজনক হিসেবে বর্ণনা করেছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে আলোর ঘাটতি এবং নিরাপত্তব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ একটি তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: হ্যারি কেনের করা আজকের রেকর্ডটি রোনালদো-মেসি কারোর নেই
ইলানোর বর্তমান ক্লাব পিয়াউই এস্পোর্তে একটি আবেগঘন বিবৃতি দিয়েছে। তারা লিখেছে, ‘আমাদের ২০ বছর বয়সী ফরোয়ার্ড আন্তোনি ইলানো আলতোস মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। ইলানো ২০২৪ সালে আমাদের দলে যোগ দেন। সেই বছর আমরা যুব চ্যাম্পিয়ানশিপ জিতেছিলাম। তিনি সাও পাওলো যুব কাপ এবং নর্থইস্ট অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ানশিপে ক্লাবের প্রতিনিধিত্ব করেছিলেন। কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় খেলতে এই সপ্তাহে তার দলের সঙ্গে ফোর্তালেজায় যাওয়ার কথা ছিল।’
ইলানো আলতোস এফসি ও ফ্লুমিনেন্স-পিআই ক্লাবেও খেলেছেন। কোচরা তাকে সহজাত গোল করার দক্ষতা ও চমৎকার ধৈর্যসম্পন্ন ফরোয়ার্ড হিসেবে বর্ণনা করেছিলেন। চলতি বছরও তার দলকে রাজ্য চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে দারুণ অবদান রেখেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·