শনিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মামুনুর রহমান (৪৫) ফেনী শহরের শাহীন একাডেমি এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে মামুন লালপোল থেকে মহিপালের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন স্থানে আসার পর হঠাৎ একটি গরু মহাসড়কের ওপর উঠে যায়। এতে মামুনের মোটরসাইকেলটি গরুকে বাঁচাতে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মামুনকে চাপা দেয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
তাৎক্ষণিক মামুনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।