নিহত মোহাম্মদ অনোহল (৪৫) কাকটেংগুর গ্রামের বাসিন্দা মৃত মো. মহুরুদ্দীনের ছেলে।
কাকটেংগুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন জানান, বুধবার বিকেলে বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন অনোহল। কাজ শেষে খলার পাশেই বেঁধে রাখা গরুটি আনতে যায় সে। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে আক্রান্ত হন অনোহল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বড়লেখায় ধান কাটার সময় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>