গরমে ঈদের সাজ দীর্ঘস্থায়ী করার ৪ উপায়

৩ সপ্তাহ আগে
গরমের মধ্যে ঈদের সাজকে আরামদায়ক ও দীর্ঘস্থায়ী রাখার জন্য কিছু সহজ কৌশল অনুসরণ করতে পারেন। এখানে কিছু স্টাইলিং টিপস দেয়া হলো—

মেকআপ টিপস-

১. লাইটওয়েট বেস: ভারী ফাউন্ডেশনের বদলে বিবি বা সিসি ক্রিম ব্যবহার করুন, যা ত্বককে শ্বাস নিতে দেবে।

২. ম্যাটিফাইং প্রোডাক্ট: তেলতেলে ভাব এড়াতে ম্যাট প্রাইমার ও সেটিং পাউডার ব্যবহার করুন।

৩. ওয়াটারপ্রুফ মেকআপ: আইলাইনার, মাসকারা ও লিপস্টিক ওয়াটারপ্রুফ হলে ঘামের কারণে গলবে না।

৪. ফিক্সিং স্প্রে: মেকআপ লক করার জন্য ভালো মানের সেটিং স্প্রে ব্যবহার করুন।

 

আরও পড়ুন: ঝটপট পার্টি মেকআপ করবেন যেভাবে


পোশাক ও এক্সেসরিজ-

১. হালকা আরামদায়ক কাপড়: কটন, লিনেন বা মসলিনের পোশাক পরলে গরম কম লাগবে।

২. হালকা রঙ: হালকা রঙের পোশাক (পিচ, প্যাস্টেল, সাদা) সূর্যের তাপ শোষণ কম করবে।

৩. খোলা ও আরামদায়ক জুতা: ফ্ল্যাট স্যান্ডেল বা লো-হিল পরলে আরামদায়ক লাগবে।

 

চুলের স্টাইল-

১. বাঁধা চুলের স্টাইল: খোলা চুলে ঘেমে যেতে পারে, তাই হালকা বান, পনিটেল বা ব্রেইড করা যেতে পারে।

২. অয়েল ফ্রি লুক: হালকা ড্রাই শ্যাম্পু বা অ্যান্টি-ফ্রিজ সিরাম ব্যবহার করলে চুল সতেজ থাকবে।

 

আরও পড়ুন: রোদে ত্বক পুড়ে গেলে কী করবেন?


পারফিউম ও বডি কেয়ার-

১. লং-লাস্টিং পারফিউম: বডি মিস্টের বদলে লং-লাস্টিং পারফিউম বা রোল-অন ব্যবহার করুন।

২. বডি ওয়াইপস ও মিস্ট: গরমে সতেজ থাকতে অ্যালো ভেরা বা মিন্টযুক্ত বডি মিস্ট ব্যবহার করতে পারেন।


গরমেও যদি সাজ ঠিক রাখতে চান, তাহলে এসব সহজ ট্রিকস কাজে লাগাতে পারেন! 

]]>
সম্পূর্ণ পড়ুন