রোববার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য বিএনপি অতীতে লড়াই করেছে। ভবিষ্যতে সরকার বা সরকারের বাইরে যেখানেই থাকি না কেন মুক্ত গণমাধ্যমের পক্ষেই বিএনপি থাকবে।
তিনি আরও বলেন, আমরা খুব স্পষ্ট ভাষায় দৃঢ়ভাবে বলতে চাই, আমরা কখনো অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেয়াকে সমর্থন করব না। আমরা আরেকজনের মতের স্বাধীনতাকে নিশ্চয়ই দৃঢ়ভাবে সমর্থন দেব।
বিএনপি সংস্কারের বিপক্ষে গণমাদ্যমে এমন প্রচারণা করা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, প্রায়ই বলা হয়, সংস্কার নয় আমরা নির্বাচন চাই। অথচ সংস্কারের বিষয়টি শুরু হয়েছে আমাদের দ্বারা। আমরাই একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা এনেছি। আমরাই সংসদীয় ব্যবস্থায় গেছি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে।
আরও পড়ুন: বাংলাদেশের নিরাপত্তাহীন অবস্থা দেখতে চায় না রাশিয়া: আমীর খসরু
বর্তমানে সংবাদ প্রকাশ ও প্রচার নিয়ে চাপে থাকেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ব্যক্তিগতভাবে প্রেসের সামনে কথা বলতে কিছুটা আতঙ্কে থাকি। মনে হয়, কোন প্রেস আমার কথাগুলো কীভাবে নেবে, তারপর তারা কীভাবে ছাপবে। অথবা সোশ্যাল মিডিয়া কীভাবে এটা উপস্থাপন করবে। এটা আমাদের জন্য, যারা আমরা রাজনীতি করি, সত্যি চিন্তার বিষয়।
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম।
আরও পড়ুন: রাখাইনে মানবিক করিডর দেয়া নিয়ে লুকোচুরি চলছে: রিজভী
আলোচনা সভায় রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সম্পাদকদের মধ্যে বক্তব্য দেন দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবির, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন প্রমুখ।