মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রামপুরায় ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠার তাণ্ডবে মানুষ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে জানিয়ে মুজিবুর রহমান বলেন, ‘আসন্ন নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে, তাহলে সেখানে টাকা আর গুণ্ডামির কোনো জায়গা হবে না।’
আরও পড়ুন: গণভোটে ভীতুরা জনগণের মতকে ভয় পায়: মুজিবুর রহমান
শেখ হাসিনার প্রসঙ্গে বলেন, ‘শেখ হাসিনার লগি-বৈঠার ডাক ছিল অবৈধ ও অগণতান্ত্রিক। ঘোষণা দিয়ে মানুষ হত্যা করেছিল সেদিন। এই মামলাকে পুনরুজ্জীবিত করতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।’
মুজিবুর রহমান বলেন, ‘মানুষ তার নিজের ভোট দেয়ার অধিকার ফিরে পাক, ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক ও রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে স্বীকৃতি দিতে হবে। এর বিরোধিতা করলে গণভোট দিতে হবে।’

৩ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·