জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে বিএনপি। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে তৈরি হয়েছে নতুন সংকট। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
মেয়াদ শেষ হওয়া কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। আর কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সত্য একদিন বেরিয়ে আসবে।
জুলাই সনদ বাস্তবায়নে সরকার অধ্যদেশ জারি করতে পারে কি না-- এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। ড. শরিফ ভূঁইয়া বলছেন, সরকার চাইলে পারবে আর ড. শাহদীন মালিক বলছেন, আইন পাস অথবা অধ্যাদেশ জারির এখতিয়ার নেই নির্বাহী বিভাগ প্রধানের।
আরও পড়ুন: অনৈক্যের মাঝেই ভোটের হাওয়া
সংবিধান বিশেষজ্ঞ ড. শরিফ ভূঁইয়া বলেন,
সরকারপ্রধানও জারি করতে পারে। সেটা সম্ভব। যদি সরকারপ্রধান জারি করতে চান, তবে সেটার আইনগত ব্যাখ্যা দেয়া যায়। আর সরকারপ্রধান জারি করতে না চাইলে রাষ্ট্রপতি করতে পারেন। এটা দুইভাবেই সম্ভব। দুইভাবেই আইনগতভাবে সমর্থন করা সম্ভব।
সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, ‘প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো। তিনি নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান কখনওই আইন পাস করতে পারেন না। আমাদের ৩টি অঙ্গের একটির কাজ আইন পাস করা, আরেকটির বিচার করা এবং অন্যটির কাজ পরিচালনা করা। এমনটা হলে তো সুপ্রিম কোর্ট বলবে, আমরা আইন পাস করবো, অথবা আইনসভা বলবে, আমরা বিচার করবো। এগুলো তো হয় না! এগুলো তো আইনে নেই। এগুলো উদ্ভট ধারণা।’
আরও পড়ুন: রাজনীতির গতিপথ নির্ধারণী মাস নভেম্বর, কী বলছেন বিশ্লেষকরা?
সংসদ কার্যকর হওয়ার আগে গণভোট আয়োজন আইনের প্রচলিত ধারণার পরিপন্থি বলেও মনে করেন শাহদীন মালিক।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·