রোববার (৪ মে) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলইডি হলরুমে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্র পুনরুদ্ধারে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক বাবুল মোল্লা সংস্কার দ্রুততম সময়ের মধ্যে শেষ করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
আরও পড়ুন: ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরিতে একটু না একটু ছাড় দিতে হবে: আলী রীয়াজ
বাবুল মোল্লা বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ এসেছে সেখানে পাশে থাকবে জাতীয় সমাজতান্ত্রিক দল। স্বাধীনতা যুদ্ধের পর যেসব সরকার ক্ষমতায় এসেছে তাদের কেউ মানুষের জন্য কিছু করেনি।
তবে ৭১ কে ২৪ এর গণঅভ্যুত্থানের সঙ্গে মেলানোকে সমর্থন করেন না তারা।
]]>