গণঅধিকার পরিষদ দলীয় প্রতীকে নির্বাচন করবে: নুরুল হক

৩ সপ্তাহ আগে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, কারও সঙ্গে জোট করলেও গণপরিষদ আগামী নির্বাচনে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভাগীয় গণসমাবেশ ও কর্মীপরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।


তিনি বলেন, ‘জাতীর বৃহত্তর স্বার্থে তরুণ ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়।’


তাই গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য হলেও আগামী নির্বাচনে নাগরিকদের প্রতি নতুন নেতৃত্বকে বেছে নেয়ার আহ্বান জানান তিনি।


আরও পড়ুন: দুর্নীতি বন্ধে বেতন বাড়ানো জরুরি: নুর


সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান।


এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগের ৪ জেলার গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। সমাবেশ শেষে দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন