গজারিয়ার মেঘনায় গোসলে নেমে তরুণ নিখোঁজ

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জ থেকে ঘুরতে এসে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে মো. ফারুক হোসেন (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা সেতুর গজারিয়া অংশের মেঘনা নদীর তীরবর্তী তৈতৈতলায় বন্ধুদের সঙ্গে গোসল করতে পানিতে নেমে ফরুক নিখোঁজ হয়। নিখোঁজ ফারুক নারায়ণগঞ্জের সানারপাড়ের আতিকুর রহমানের ছেলে।


তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাস করে অনার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঈদ উপলক্ষে এলাকার বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে নদীতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

আরও পড়ুন: যমুনায় নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

সঙ্গে থাকা বন্ধু আফনান ইসলাম বলেন, ‘সানারপাড়ের ২২ সদস্য মিলে ঈদ উপলক্ষে ঘুরতে আসি। মেঘনা নদীতে গোসল করতে নামি আমরা। এর মধ্যে খাবার রেডি করে আব্বু-আম্মু খাবার খাওয়ার জন্য ডাকলে আমরা উঠে যাই। ফারুক বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এই বলেই সে নদীতে নামলে পানিতে তলিয়ে যায়। পরে আমার কাজিন সাথে সাথে তাকে বাঁচাতে ডুব দেয়। ওই সময়ে আমি সবাইকে ডাকলে সাথে থাকা সবাই খোঁজাখুঁজি শুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ২০/৩০ মিনিট পর ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।’


নিখোঁজ ফারুকের বাবা আতিক হোসেন বলেন, ‘ছেলে ভালো করে সাঁতার জানতো না। বন্ধু ও বন্ধুদের বাবা-মায়ের সাথে ঘুরতে আসতে চেয়েছিল। যেহেতু বন্ধুর বাবা-মা সাথে আছে তাই ঘুরতে আসতে বাধা দেইনি। এখন আর আশা নেই। এখন ছেলের লাশ পাওয়ার অপেক্ষায় আছি।’

আরও পড়ুন: পাওনা টাকা নিতে গিয়ে নিখোঁজ, দুদিন পর মিলল অর্ধগলিত দেহ

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম ইনচার্জ আবুল খায়ের জানান, ঢাকা থেকে ৫ সদস্যের ডুবুরি দল এবং সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৭ সদস্যের উদ্ধার টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ ফরুকের সন্ধান পাননি তারা। উদ্ধার অভিযান চলছে।


গজারিয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুবুর আলম জানান, উদ্ধার অভিযানের কার্যক্রমে নৌ পুলিশ সার্বিক সহযোগিতা করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন