রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বালুয়াকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক জানান, ‘২৫-৩০ জনের সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৫৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে পাকা ভবনে পৌনে এক ঘণ্টা ধরে এই ডাকাতি হয়।’
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের মেয়ে সাথি বেগম বলেন, ‘রাত একটার দিকে একটি শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। তবে সে সময় বিষয়টি আমরা সেভাবে আমলে নেইনি। রাত তিনটার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে বসলে দেখি জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করেছে দুই যুবক। তারা প্রথমে আমাকে, পরে আমার ছেলে সাবিদকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।’
আরও পড়ুন: ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসে ‘ডাকাতি’, চালক-হেলপার আটক
তিনি আরও জানান, ‘পরবর্তীতে আমাদের বিল্ডিংয়ের চারটি ফ্ল্যাটের প্রত্যেকটিতে একের পর এক লুটপাট চালাতে থাকে। ঘরের সবকিছু তছনছ করে নগদ ৩ লাখ টাকা, ৩২ ভরি স্বর্ণালংকার ও ৯টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা। যাবার সময় সবাইকে একটি কক্ষে আটকে রেখে বাহির থেকে তালা লাগিয়ে চলে যায়।’
প্রত্যক্ষদর্শী সাবিদ বলেন, ‘দুই যুবক গ্রিল কাটার পর ডাকাত দলের ২২-২৩ জন সদস্য বাসার ভেতরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ডাকাত দলের অধিকাংশ সদস্যের মুখে মাস্ক ও গামছা ছিল। তারা অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে আমাকে দিয়েই অন্যান্য ফ্ল্যাটের দরজা খোলায়। আমার চোখের সামনে একের পর এক রুমে ডাকাতি হয়।’
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক আরও জানান, ’আমার তিন ছেলে বিদেশে থাকেন। তাদের পাঠানো স্বর্ণালংকার এবং কয়েকদিন আগে ব্যাংক থেকে তোলা নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। তারা আমাদের পরিবার সম্পর্কে অনেক কিছু জানত। আমরা কবে ব্যাংক থেকে টাকা তুলেছি এমনকি বাসায় ওয়াইফাই বন্ধ সবই জানত। স্থানীয় লোকও এর সঙ্গে জড়িত।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, সকাল ৬টার দিকে দিকে ৯৯৯-এর একটি কল সূত্রে বিষয়টি জানতে পারি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·