খোলপেটুয়া নদীর বাঁধভাঙায় ক্ষতিগ্রস্ত গ্রামে র‍্যাবের সহায়তা

১ সপ্তাহে আগে
খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবশিয়া, চেচুয়া, বিছট, নয়াখালী, আনুলিয়া, বল্লভপুর ও বাসুদেবপুর — এই সাতটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি, খাদ্য মজুত ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত মানুষ। বিশেষ করে দরিদ্র কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে পড়েছে। বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের আশঙ্কা মারাত্মক আকার ধারণ করছে।


র‍্যাব ফোর্সেস মানবিক দায়িত্ববোধ থেকে শুরু থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রতি নজর রেখেছে। তারই ধারাবাহিকতায় বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র‍্যাব-৬ এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাছে মানবিক সহায়তা দেয়া হয়। 

আরও পড়ুন: ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মিয়ানমারে যাচ্ছে বানৌজা সমুদ্র অভিযান

বুধবার প্রাথমিকভাবে বাছাইকৃত ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন