খেলনা দেয়ার কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

৩ সপ্তাহ আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাটির খেলনা দেয়ার কথা বলে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ মার্চ) এ ঘটনায় শিশুর বাবা শরিফুল মোল্যা বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেছেন। অভিযুক্ত আকাশ মোল্যা (১৮) একই গ্রামের তারু মোল্যার ছেলে।

 

গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর শিশুর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

 

আরও পড়ুন: সাত বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশে ক্ষেতে কাজ করতে যায়। এ সময় প্রতিবেশী যুবক আকাশ মোল্যা শিশুটিকে মাটির খেলনা দেয়ার কথা বলে পাশের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করে। ক্ষেত থেকে শিশুর মা বাড়িতে ফিরে মেয়েকে পেট চেপে ধরে কান্নাকাটি করতে দেখে।

 

জিজ্ঞাসা করলে শিশু জানায়, প্রতিবেশী আকাশ তাকে মাটির খেলনা দেয়ার কথা বলে বাগানে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা শিশুর পরিবারকে মামলা না করতে চাপ দেন এবং ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘ধর্ষণের বিষয়ে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। বুধবার (২৬ মার্চ) শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন