বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া পাড়া সংলগ্ন ভরাখালে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, ইলিশিয়া পাড়ার রমজান আলীর ছেলে মো. ইয়াসিন (৯) এবং তার প্রতিবেশী আবুল কাশেমের ছেলে মো. আব্দুল্লাহ (৮)।
স্থানীয়দের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ চৌধুরী প্রিন্স বলেন, ‘দুপুরে ইয়াসিন ও আব্দুল্লাহসহ প্রতিবেশী কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এক পর্যায়ে ইয়াসিন ও আব্দুল্লাহ ইলিশিয়া পাড়া সংলগ্ন স্থানীয় ভরাখালের পানিতে পড়ে যায়।’
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর
চেয়ারম্যান আরও বলেন, ‘অন্য শিশুদের শোর চিৎকার স্থানীয় এগিয়ে গেলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টার দিকে কিছুটা দূরে দুজনতে ভাসতে দেখেন স্থনীয়রা। পরে তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
]]>