বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার বরুড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত একরাম দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। সে তার নানা আইয়ুব আলীর বাড়িতে বরুড়া গ্রামে থাকত। তামান্না একই গ্রামের সুলেমান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলার সময় একরাম ও তামান্না বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আরও পড়ুন: হবিগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।
]]>