ঈদের আগে ৫ দিন ও পরের ৫ দিন কোন টোল ছাড়াই যানবাহন যাতায়াত করতে পারবে।
প্রকল্প সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার ফোর লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। তিন হাজার পাঁচ শত কোটি টাকা ব্যয় প্রকল্প নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। ইতিমধ্যে প্রকল্পটির ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
ঢাকা -বাইপাস এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী জানান, ঈদের আগে ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের ৪৮ কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত ১৮ কিলোমিটার চার লেন এক্সপ্রেসওয়ের রাস্তাটি সাময়িকভাবে চালু করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুর মহাসড়কেই অস্থায়ী দোকান, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এই কার্যক্রম চালু হয়। সড়কটির উত্তরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে।
ভুলতায় ঢাকা-সিলেট ও ভোগরায় সংযোগ ঘটাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এই পথ ব্যবহারের ফলে যানযট কমার পাশাপাশি কমবে ভোগান্তিও।
আরও পড়ুন: গাজীপুরে ১০ কারখানায় সাময়িক ছুটি ঘোষণা
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকছে ৪০ টি আন্ডারপাস, ৩টি ব্রিজ, একটি ইন্টারসেকশন এবং একটি ফ্লাইওভার। যার বেশিরভাগই এখন দৃশ্যমান। ট্রায়াল চলছে টোল প্লাজারও।