খুলনায় দোকান চুরি নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ ৪ জন আহত

২ সপ্তাহ আগে
খুলনার বাগমারা এলাকায় দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে নগরীর বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- বাগমারা ব্রিজ সংলগ্ন মো. খলিল শেখের ছেলে মো. আজিজ (৪৫), একই এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪২) তার ছোটভাই শহিদুল ইসলাম (৩৭) এবং মো. নজরুল ইসলাম।


গুলিবিদ্ধ মো. আজিজের বুকের ডান পাশে গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপর তিনজন খুলনায় চিকিৎসাধীন এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।


স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার (৩ মে) রাতে বাগমারা এলাকার একটি মুদি দোকানে চুরি হয়। চুরির পর সন্দেহভাজন দুজনকে স্থানীয়রা ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আরও পড়ুন: ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু


পরদিন রোববার দুপুরে ওই চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে সংঘর্ষ শুরু হয়। দুর্বৃত্তরা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আজিজ গুলিবিদ্ধ হন এবং সিরাজুল, শহিদুল ও নজরুল কুপিয়ে আহত হন। এ ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।


ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, চুরির ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। চারজন আহত হয়েছেন, এরমধ্যে আজিজের অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘটনার তদন্ত করছি। হামলাকারীদের চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন