রোববার (২২ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের সুপারিশে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন অব্যাহতি ও বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: বিএনপি নেতার হাতের কবজি বিচ্ছিন্ন, দুই ছাত্রদল নেতা বহিষ্কার
একই সঙ্গে যুবদলের পক্ষ থেকে সুপারিশের ভিত্তিতে ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদকে প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
এর আগে শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে খুলনার টুটপাড়ার তালতলা হাসপাতাল মেইন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্যসহ বুলবুল ও তৌহিদসহ চারজনকে আটক করে যৌথবাহিনী। অভিযানে একটি বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, দেশি পিস্তল, গুলি, রামদা, চাইনিজ কুড়াল, গান পাউডার ও ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের মধ্যে তৌহিদের ছেলে শেখ মো. তাসফিকুর রহমান এবং বুলবুলের আত্মীয় মো. আরিফ মোল্লাও রয়েছেন।