উড্ডয়নের পরপরই যুক্তরাজ্যে বিমান বিধ্বস্ত

৫ ঘন্টা আগে
ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনার পর, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজেদের কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে এসেক্সের লন্ডন সাউথেন্ড বিমানবন্দর।

লন্ডন সাউথেন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছে, পুলিশ, জরুরি পরিষেবা এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। বিমানবন্দরটিতে আসা এবং ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর রয়টার্সের।

 

স্থানীয় এসেক্স পুলিশ বলেছে, ‘সাউথেন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনা ঘটেছে, আমরা সেখানে রয়েছি। বিকেল ৪টার ঠিক আগে ১২ মিটার (৩৯.৪ ফুট) লম্বা একটি বিমানের সংঘর্ষের খবর পেয়ে আমাদের সতর্ক করা হয়েছিল।’

 

বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনো জানা যায়নি। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে উড্ডয়নের ৭ মিনিটেই বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

 

ব্রিটিশ সংবাদপত্রের ওয়েবসাইট থেকে পাওয়া ছবিতে, লন্ডন থেকে প্রায় ৩৫ মাইল (৫৬ কিমি) পূর্বে সাউথেন্ড বিমানবন্দরের ওপরে বাতাসে আগুনের গোলা উঠতে দেখা গেছে। যদিও সেই ছবি যাচাই করেনি রয়টার্স।

 

ঘটনাস্থালে চারটি অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি যানবাহন পাঠানোর কথা জানিয়েছে ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস।

 

ওই দুর্ঘটনার পর পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে দেখানো হয়েছে বিমানবন্দরের ওয়েবসাইটে।

 

সূত্র: রয়টার্স

]]>
সম্পূর্ণ পড়ুন