রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আড়ংঘাটা থানার লতার মোড় ও লতার ব্রিজের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
আহত শান্ত নগরীর রায়েরমহল উত্তরপাড়া এলাকার ফয়সাল বিশ্বাস মন্টুর ছেলে। স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: চলন্ত ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) প্রদীপ জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতার মোড় থেকে লতার ব্রিজ পর্যন্ত এলাকা তল্লাশি করেছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·