খুলনায় উজ্জীবিত মহানগর বিএনপি, স্থবির জেলা কমিটি

৩ সপ্তাহ আগে
সভা, সমাবেশ, সম্মেলনসহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছে খুলনা মহানগর বিএনপি। ওয়ার্ড, থানা পর্যায়ে সম্মেলনের মধ্য দিয়ে দল পুনর্গঠনের দিকেই নজর দলটির। অন্যদিকে, আহ্বায়ক কমিটি ভেঙে দেয়ায় জেলা কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কমিটি গঠন নিয়ে একাংশের ক্ষোভ থাকলেও কেন্দ্রীয় নেতারা বলছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই দল পুনর্গঠন করা হবে।

সরকার পতনের পর থেকে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায়ও বাধাহীন সমাবেশ করছে বিএনপি। নেতাকর্মীদের উজ্জীবিত করতে এসব সমাবেশে নিয়মিত উপস্থিত থাকছেন কেন্দ্রীয় নেতারাও। নতুন বার্তা নিয়ে কখনও কখনও সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

 

শেষ তিন বছরের বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে মহানগর বিএনপির কার্যক্রম। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগে ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন শেষ পর্যায়ে। রাজপথের আন্দোলনে ত্যাগী নেতাদের মূল্যায়নের মধ্য দিয়ে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে চায় দলটি।

 

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক সফিকুল আলম মনা বলেন, ‘আমরা প্রতিটি স্থানে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করছি। এরই মধ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ের বেশিরভাগ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। জানুয়ারি মাসেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। মাঠে সরব ও ত্যাগী নেতারা কমিটিতে অগ্রাধিকার পাবেন। যেসব কমিটি গঠন হচ্ছে এরা আগামী দিনে আন্দোলন হোক কিংবা নির্বাচন হোক মাঠের লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।’

 

এদিকে, উল্টোচিত্র জেলা কমিটিতে। মাস তিনেক আগে কমিটি ভেঙে দেয়ায় স্থবির হয়ে পড়েছে জেলার সাংগঠনিক কার্যক্রম। মহানগর কমিটি নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস থাকলেও জেলা কমিটি নিয়ে হতাশ তারা।

 

আরও পড়ুন: লংমার্চ থেকে ভারতকে কড়া হুঁশিয়ারি, আপসহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়

 

খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, ‘খুলনা জেলা বিএনপির কার্যক্রম আসলেই স্থবির হয়ে পড়েছে। আমরা সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর মাত্র মাস খানেক সময় পেলে হয়তো কমিটিগুলো গঠন হয়ে যেত। কমিটি না থাকায় দলের মধ্যে বাইরের লোক প্রবেশের সুযোগ থাকছে। আশা করবো কেন্দ্র থেকে দ্রুত জেলা কমিটির ঘোষণা দেয়া হবে।’

 

অন্যদিকে, দল পুনঃগঠনে এখনও বাইরে রয়েছেন দীর্ঘ প্রায় এক যুগেরও বেশী সময় ধরে খুলনা মহানগরের নেতৃত্ব দেয়া নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরা। তিন বছরের বেশি সময় স্থগিত তার সাংগাঠনিক পদ। যদিও বিএনপির ব্যানারেই আলাদা সভা সমাবেশ করছেন তিনি।

 

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘যে প্রক্রিয়ায় কমিটি গঠন হচ্ছে তা খুলনা মহানগরের জন্য খুব ভালো কিছু নয়। দীর্ঘ ১৭-১৮ বছর ধরে আমার নেতাকর্মীরা রাজপথের আন্দোলনে সরব ছিল। সবশেষ ছাত্র জনতার আন্দোলনেও আমার নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখে। তবে ওয়ার্ড ও থানা কমিটিতে নেতাদের মূল্যায়ন করা হচ্ছে না। আমরা আশা করবো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।’

 

কেন্দ্রীয় নেতারা বলছেন সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে বিএনপি পুনঃগঠন করা হচ্ছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দল গঠন করছি। যদি কেউ বাদ পড়ে, তাদের পুনরায় দলে নেয়ার প্রক্রিয়ায় রাখছি। ফলে ঐক্যবদ্ধ বিএনপি আগামী দিনে খুলনাসহ সারা দেশে ভাল ভূমিকা রাখবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন