নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানে শহীদের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এছাড়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন: গোর-এ-শহীদে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত
ঈদের জামাতে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
খুলনায় এবার সিটি করপোরেশেনরে উদ্যোগে ৩১টি ওয়ার্ডে ভিন্ন ভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলায় এবার মোট ৬৮০টি মসজিদ ও ঈদগাহে ইদের নামাজ অনুষ্ঠিত হয়।
]]>