খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৫ নেতাকর্মী আটক

১ ঘন্টা আগে
খুলনায় ঝটিকা মিছিল করে পালিয়ে যাওয়া নেতাকর্মীদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত থেকে সোমবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। এতে দলটির বিভিন্ন স্তরের ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

 

জানা গেছে, নগরীর জিরোপয়েন্টসহ অন্তত চারটি স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা হয়। এসব ঘটনার জেরে মহানগর পুলিশ এবং জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার করে। ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেনকে জিরোপয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করে হরিণটানা থানা পুলিশ। এছাড়া ফুলতলায় ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম এবং শিরোমনিতে মিছিলের প্রস্তুতিকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনকে আটক করা হয়।

 

সোনাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর ইসলাম, কৃষক লীগের সভাপতি মো. আসিফ হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড গাবতলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক শেখ আবুজার অনিক, যুবলীগ সদস্য মো. রকিবুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেহেদী হাসান এবং যুবলীগ সদস্য রুহুল আমিনকে আটক করে।

 

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, রোববার বিকেলে বয়রা মহিলা কলেজের সামনে থেকে ছাত্রলীগের কর্মী ওয়ালিদ হাসান ইমনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় আরও কয়েকটি স্থানে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়।


আরও পড়ুন: খুলনায় আ.লীগের মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতার দাবি


এছাড়া, সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মহারাজ হাওলাদার (৫৭), মিলন মীর (৪২) এবং ফরিদ আহম্মেদ (৬৩) নামে তিনজনকে আটক করা হয় বলে জানান উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল।


হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতারের কার্যক্রম চলছে। তারই অংশ হিসেবে বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আলমগীরকে আটক করা হয়।


এদিকে খালিশপুর থানা এলাকায় মিছিলের চেষ্টাকালে আরও চারজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি রফিকুল ইসলাম।


খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহাম্মদ আহসান হাবীব জানান, ঝটিকা মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের মোট ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন