মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের রান্নাঘরে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়ম পায় সংস্থাটি।
দুদুক জানায়, এদিন এক হাজার ৩৩৫ জনের খাবার রান্না করার কথা থাকলেও ২৪১ জনের খাবার কম ছিল। রোগী প্রতি বরাদ্দকৃত মাংসের ওজন ছিল চার ভাগের এক ভাগ। এছাড়া চাল, ডাল, রুটি সবই ছিল নিম্নমানের। এসময় চুরির উদ্দেশ্যে ব্যাগ ভরে রাখা বেশকিছু মাংস, চাল, ডাল, ভাত, পাউরুটি উদ্ধার করা হয়। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক ও হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: দৌলতপুরে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা
দুদকের খুলনার উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, রোগীদের বিভিন্ন সময়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন দিন ধরে আমরা হাসপাতালের খাবার পর্যবেক্ষণ করছি। সরেজমিনে এখানে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। মুরগির মাংসের টুকরা ৯৫ গ্রামের বদলে দেওয়া হচ্ছে মাত্র ২৬ দশমিক ৪০ গ্রাম। এছাড়া চালও নিম্নমানের। খাবার চুরিও হয় অনবরত। কোনো জবাবদিহিতা নেই। দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।