সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
অধ্যাপক রুহুল আমিন বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি ফ্যাকাল্টির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ৪ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ বাতিলের ক্ষমতা রাখেন।
প্রজ্ঞাপনে ছয় দফা শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে এবং তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। নিয়ম অনুযায়ী চাকরির বয়সপূর্তিতে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উপাচার্যের বাকি মেয়াদ পূরণ করবেন তিনি। সেই সঙ্গে উপাচার্য হিসেবে আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আরও পড়ুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
২০২১ সালে প্রতিষ্ঠিত খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় চলতি বছরের ২ মে থেকে উপাচার্যহীন অবস্থায় চলছে। ফলে প্রশাসনিক স্থবিরতা দেখা দেয়। রেজিস্ট্রার রুটিন দায়িত্বে থাকলেও তার হাতে ছিল না আর্থিক ক্ষমতা। যার ফলে বিগত তিন মাস ধরে কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাননি।