রোববার (২৭ এপ্রিল) সকালে খুলনা সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা তুলে ধরেন এবং এগুলো দ্রুত সমাধানের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশের প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের একটি সুনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও, শিক্ষার্থীদের আবাসনের জন্য আরও হল প্রয়োজন। ভারি বৃষ্টিপাতের সময় জলাবদ্ধতার সমস্যা সমাধানে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। প্রয়োজনে নতুন জমি অধিগ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: নড়াইলে এনসিপির পরিচিতি সভা, যা বললেন আহ্বায়ক নাহিদের বাবা
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে, তাই সুন্দর ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরিতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাস এবং খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেলের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান। স্বাগত বক্তৃতা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন।
আরও পড়ুন: বাগেরহাটে প্রথমবারের মতো চাষ হলো ‘ডায়াবেটিক ধান’
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা সিভিল সোসাইটির সভাপতি এস এম শাহনওয়াজ আলী এবং সঞ্চালনা করেন ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম। বিশ্ববিদ্যালয় বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সোসাইটির সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। অনুষ্ঠানটি আয়োজন করে খুলনা সিভিল সোসাইটি। সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।