খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর হামলায় আহত শিক্ষক, প্রতিবাদে বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর হামলায় গুরুতর আহত হয়েছেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হামলাকারী আবদুল্লাহ নোমান বাংলা বিভাগ, ২০১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের একটি অভ্যন্তরীণ বিষয় নিয়ে চলমান আলোচনার সময় নোমান সেখানে উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে শিক্ষক সাকিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

 

ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন এবং আবদুল্লাহ নোমানকে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। একইসঙ্গে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

 

আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সীমাবদ্ধতা দূরীকরণে গুরুত্বারোপ

 

রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল বের করেন। তারা বলেন, ‘শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশকে চরমভাবে ব্যাহত করে।’

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন