নিহত রাফিন একই গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় শিশু রাফিন বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে রাফিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
আরও পড়ুন: রাজবাড়ীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে রাফিনকে পুকুরে ভাসতে দেখতে পান। তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।