বুধবার (৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী পশুর হাটে অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৯ জনকে কারাদণ্ডাদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।
কারাদণ্ডপ্রাপ্ত ৯ জন আসামির মধ্যে ৪ জনের প্রত্যেককে একমাসের কারাদণ্ড এবং পাঁচজনের জনের প্রত্যেককে ৭দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়। এ সময় ৬৮ টি খাসি জব্দ করা হয়।
আরও পড়ুন: পরকীয়া জেনে যাওয়ায় স্বামীকে খুন, স্ত্রীর প্রেমিকের যাবজ্জীবন
উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল জানান, তিনি মাসখানেক আগে উপজেলার দায়িত্ব গ্রহণ করেছেন। এই উপজেলার দায়িত্ব গ্রহণের পর জানতে পারেন হাটে খাসির ওজন বাড়ানো ও খাসি যেন দেখতে মোটাতাজা দেখা যায় সে জন্য অসাধু ব্যবসায়ীরা খাসির মুখে পাইপ ঢুকিয়ে পেটে পানি ভরে খাসি বিক্রি করা হয়৷ এটা শুধু প্রতারনাই নয়, অমানবিক।
সকালে তিনি ছদ্মবেশে মিরশ্বানী বাজারে ক্রেতা সেজে হাজির হন। সেখানে খাসির গলায় পাইপ দিয়ে জোর করে পেটে পানি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছিল। এ সময় জোর করে পেটে পানি ঢুকিয়ে বিক্রির সময় একটি খাসি মারা যাওয়ার ঘটনাও ঘটে।
আরও পড়ুন: পটুয়াখালীতে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন
জব্দ করা ৬৭টি খাস স্বাস্থ্য ঝুঁকি থাকায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় ব্যক্তি পেয়ার আহম্মেদের নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও পালনের শর্তে আদালতের আদেশ অনুযায়ী জিম্মা দেয়া হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।