খাগড়াছড়িতে বুদ্ধপূর্ণিমা উৎসব উদযাপন

৩ দিন আগে
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে বৈশাখী পূর্ণিমা। ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ লাভ এইদিনে হয়েছিল। ত্রিস্মৃতি বিজড়িত তাই এই পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। এ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ।

এ পূর্ণিমা তিথি উপলক্ষে রোববার (১১ মে) খাগড়াছড়ির দীঘিনালা সাধনাটিলা বনবিহারের উদ্যোগে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাবুছড়া আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুড়াপাড়া চৌমুহনীতে গিয়ে শেষ হয়। 


শোভাযাত্রায় বিভিন্ন বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু শ্রমণসহ বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী-শিশু কিশোররা অংশ গ্রহণ করে। পরে সাধনা টিলা বনবিহারের হলরুমে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে সমবেত বৌদ্ধ নর-নারীরা দেশ জাতি তথা সবার মঙ্গল কামনায় বুদ্ধ পূজা পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিক্কার দান, হাজার প্রদীপ দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান করেন। 

আরও পড়ুন: নানা আয়োজনে কক্সবাজারে বুদ্ধপূর্ণিমা উদযাপন

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেন। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ছিলেন সাধনা টিলা বন বিহারের বিহারধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে। সাধনাটিলা বনবিহার ছাড়াও জেলার বিভিন্ন স্থানে মহাসমারহে বুদ্ধপূর্ণিমা উদযাপন করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন