খাগড়াছড়িতে পুলিশের অভিযান, অস্ত্র ও গুলি ফেলে পালালো সন্ত্রাসীরা

২ সপ্তাহ আগে
খাগড়াছড়ির পৌর শহরে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্ধুক ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের কলেজ গেইট মোহাম্মদপুর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় কতিপয় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের সাথে থাকা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে সেখানে স্থানীয় উপস্থিতিতে তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


আরও পড়ুন: মেরিন ড্রাইভ এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা রুজু করা হবে এবং পলাতক সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শীঘ্রই তাদের বিভিন্ন প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন