মাহতাব দীঘিনালার মেরুং ইউনিয়ন (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
এর আগে একই অভিযোগে গত বুধবার (৮ জানুয়ারি) দীঘিনালা থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন: উপজেলার রশিক নগর এলাকার মৃত ফালু মিয়ার ছেলে নবী হোসেন ও একই এলাকার শুকুর আলীর স্ত্রী ইয়াছমিন আক্তার।
আরও পড়ুন: সরকারি গাছ কাটা সেই বিএনপি নেতা গ্রেফতার
মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী রুবেল মিয়া ঢাকার আনোয়ারবাগ থেকে তার তিন বন্ধু কবির, মো. সাখাওয়াত, মো. আলাউদ্দিনসহ গত ৭ জানুয়ারি ঢাকা থেকে বাসে করে খাগড়াছড়ি পার্বত্য জেলা হয়ে সাজেকে যাওয়ার জন্য যাত্রা করেন। বাদীর বন্ধু কবিরের সঙ্গে আসামি শুকুর আলীর পূর্ব পরিচয় থাকায় গত ৮ জানুয়ারি সকালে খাগড়াছড়ির দীঘিনালা বাসস্ট্যান্ডে দেখা করে অপহরণকারীরা এবং কৌশলে শুকুর আলীর বাড়িতে নিয়ে যান।
পরবর্তী সময়ে সেখানে থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মারধর করা হয়। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় চার লাখ টাকা। টাকা না দিলে বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।
আরও পড়ুন: বিএনপি নেতা হাফিজের টিন আত্মসাতের মামলা স্থগিত
অপহরণের তথ্য পাওয়ার পর দীঘিনালা থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত চার পর্যটক ও একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন উদ্ধার করেন বলে জানা যায়। সেদিনই অপহরণের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ‘দীঘিনালা থেকে পর্যটক অপহরণের ঘটনায় অভিযান চালিয়ে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।’