কয়েকদিনের স্বস্তি, আবারও বাড়বে শীত

৩ সপ্তাহ আগে
প্রকৃতিতে পৌষের শেষ সময়। গত কয়েকদিন তীব্র শীতের পর তাপমাত্রা কিছুটা বাড়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে আবারও তাপমাত্রা কমার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর।

রোববার (১২ জানুয়ারি) রাতে দেয়া আবহাওয়া বার্তায় তেমনটাই জানানো হয়।

 

এতে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

 

এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

আবহাওয়ার আরও খবর 

 

আর শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে।

 

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পূর্বাভাস মতে বর্ধিত ৫ দিনেও তাপমাত্রা কমবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন