কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ: ফয়েজ আহমদ

৪ ঘন্টা আগে
আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

 

ফয়েজ আহম বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাইবার সুরক্ষা আইন গেজেট আকারে প্রকাশ করা হবে। এই আইনে সাইবার বুলিং থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।’

 

আরও পড়ুন: স্যাটেলাইট ইন্টারনেট দিতে চায় একাধিক বিদেশি কোম্পানি: ফয়েজ আহমদ

 

এ সময় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গ্রাহক স্বার্থে ইন্টারনেটের দাম আরও কমানো উচিত। সেবাদাতাদের ইন্টারনেটের দাম জনগণের নাগালে নিয়ে আসার আহ্বান জানাই।’

 

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হেনস্তা করা হচ্ছে। এসব প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

]]>
সম্পূর্ণ পড়ুন